"একটা হাতি আর একটা কুকুর একই সাথে প্রেগনেন্ট হলো।

 ৩ মাসের ব্যবধানে কুকুরটি ৩টি ছানা প্রসব করলো। ৬ মাস পরে কুকুরটি আবার প্রেগনেন্ট হলো আর নয় মাস পরে এক ডজন বাচ্চা প্রসব করলো। এই ভাবে পালাক্রমে চলতেই থাকলো। ১৮ তম মাসে, কুকুরটি হাতিটিকে বললো, "তুমি কি নিশ্চিত যে তুমি প্রেগনেন্ট? আমরা একই সাথে প্রেগনেন্ট হয়ে ছিলাম, এর মাঝে আমি ৩ বারে ডজন খানেক বাচ্চা প্রসব করেছি,আর সেগুলো এখন প্রাপ্ত বয়স্কও হয়ে গেছে, , কিন্তু তুমি এখনও প্রেগন্যান্ট" মা হাতিটি উত্তর দিলো, আমার পেটে কুকুর ছানা না, হাতি ছানা বেড়ে উঠছে, আমি দুই বছর পর পর বাচ্চা প্রসব করি, যখন বাচ্চাটা পৃথিবীর মাটি স্পর্শ করে, পৃথিবীর মাটি বুঝতে পারে, যখন বাচ্চাটা বড় হয়ে রাস্তা পার হয়, লোকজন দাঁড়িয়ে অবাক হয়ে দেখে, যে বাচ্চাটা আমি পেটে ধারন করি, সেটা মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে যায়।
গল্পটা এইজন্য বলা, যখন আসে পাশের মানুষের দোয়া কবুল হতে দেখবেন, তাদের সফলতা দেখবেন, হতাশ হবেন না। নিশ্চয় সৃষ্টিকর্তা আপনার জন্য উপযুক্ত সময়ে উপযুক্ত সফলতা নির্ধারণ করে রেখেছেন, যখন আপনার জন্য বরাদ্দ সেই রহমত আসবে, পৃথিবী আপনার কাজের দিকে মুগ্ধ হয়ে থাকবে 🙂 অপেক্ষা করুন, পরিশ্রম করুন আর প্রার্থনা করুন I
----------------------------------আমিন"( গল্পটি সংগ্রহ করে লিখা।)
গল্পটা এইজন্য বলা, যখন আসে পাশের মানুষের দোয়া কবুল হতে দেখবেন, তাদের সফলতা দেখবেন, হতাশ হবেন না। নিশ্চয় সৃষ্টিকর্তা আপনার জন্য উপযুক্ত সময়ে উপযুক্ত সফলতা নির্ধারণ করে রেখেছেন, যখন আপনার জন্য বরাদ্দ সেই রহমত আসবে, পৃথিবী আপনার কাজের দিকে মুগ্ধ হয়ে থাকবে 🙂 অপেক্ষা করুন, পরিশ্রম করুন আর প্রার্থনা করুন I----------------------------------আমিন"( গল্পটি সংগ্রহ করে লিখা।)

No comments

Powered by Blogger.